এস,এম,সি ও পিটিএ গঠন/পুনর্গঠন
উপবৃত্তির তালিকা প্রণয়ন
বিএড ও এমএড-সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অনুমতি প্রদান
টাইমস্কেলের আবেদন নিসষ্পত্তি
শিক্ষকদের পদোন্নতি প্রদান
শিক্ষকদের দক্ষতাসীমা-র আবেদন নিষ্পত্তি
এলপিআর/লামএমাউন্ট সংক্রান্ত আবেদন নিষ্পত্তি
পেনশন কেস/আবেদন নিষ্পত্তি
জিপিএফ থেকে লোন গ্রহণ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি
জিপিএফ থেকে চুড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি
গৃহনির্মাণ লোন ও অনুরুপ আবেদনের নিষ্পত্তি
পাসপোর্টকরণের অনুমতিদানের আবেদন নিষ্পত্তি
বিদেশ ভ্রমন/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি
উচ্চতর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান
নৈমিত্তিক ছুটি ব্যতিত বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি
শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার মধ্যে)
শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার বাহিরে)
বকেয়া বিল -এর আবেদন নিষ্পত্তি
বার্ষিক গোপনীয় অনুবেদন/প্রতিবেদন পূরণ/লিখন
তথ্য প্রদান ও সরবরাহ
বই পরিবহন ভাউচার যথাসময়ে জমা দিতে হবে।
শিশু জরিপ ৩১ ডিসেম্বর এর মধ্যে শেষ করতে হবে। শিশু ভর্তির হার ১০০% সমাপ্ত করে ভর্তি রিপোর্ট
ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের স্বাক্ষর সহ জমা দিতে হবে।
প্রতি শিশুর সঠিক জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।
বিদ্যালয় সমাপনী পরীক্ষা ১০০% পাশ করতে হবে।
আগামী মাস থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের(ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডার কার্টেন) প্রধানদের সমন্বয় সভায় অংশগ্রহণ করতে হবে।
বার্ষিক পরীক্ষার ফলাফল মা সমাবেশ করে প্রকাশ করতে হবে।
সকল বিদ্যালয়ের বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারি ২০১২ সালের মধ্যে সমাপ্ত করতে হবে।
বার্ষিক সার্বিক কর্মপরিকল্পনা, বার্ষিক পাঠ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ হালনাগাদ করতে
হবে।
১০০% ভর্তি নিশ্চিত করতে হবে।
আগামী সমাপনী পরীক্ষায় ১০০% উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ১০০% পাশ করাতে হবে বিধায় ৪র্থ শ্রেণি হতে
৫ম শ্রেণিতে সতর্কতার সহিত উত্তির্ণ করতে হবে।
প্রতি বিদ্যালয়ের ৩-৫ শ্রেণির শিক্ষার্থীদের কাব স্কাউট দলের উপজেলা চাদা ২ টাকা হারে জমা দিয়ে রশিদ নিতে হবে।
প্রতি বিদ্যালয়ে কাবদল গঠন করতে হবে।যে সকল বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডার রয়েছে তারা দল খুলে দলের
তথ্য ও পরিসংখ্যান শিঘ্রই জমা দিতে হবে।
যেসকল বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডার নেই তাদেরকে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচন করে তালিকা জমা দিতে
হবে।
প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডারদের পোশাক ও ব্যাজ নিশ্চিত করতে হবে।শিঘ্রই এডভান্সকোর্স সম্পন্নকারী কাব লিডারদের
দল পরিদর্শণ করা হবে বিধায় প্রস্তুত থাকতে বলা হচ্ছে।
হোম ভিজিট নতুন ফর্মেটে করতে হবে।
শিক্ষকদের আগমণ প্রস্থান যথাসময়ে সম্পন্ন হওয়া নিশ্চিত করতে হবে।
কল্যাণ ট্রাষ্টের চাদাঁ প্রদান করতে হবে।
উপবৃত্তির চাহিদা সংশ্লিষ্ট মাসের ৩ তারিখের মধ্যে জমা দিতে হবে।
সদ্য প্রাপ্ত শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা ও শিক্ষক নির্দেশিকা পাঠ ও অনুসরণ করে পাঠদান নিশ্চিত করতে
হবে।
বছরের শুরুতে সহশিক্ষা কার্যক্রমে বিশেষ জোর দিতে হবে