Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন
  • *      বিনা মূল্যে বই বিতরণ

*       এস,এম,সি ও পিটিএ গঠন/পুনর্গঠন

*       উপবৃত্তির তালিকা প্রণয়ন

*      বিএড ও এমএড-সহ অন্যান্য প্রতিষ্ঠানে প্রশিক্ষণের অনুমতি প্রদান

*      টাইমস্কেলের আবেদন নিসষ্পত্তি

*      শিক্ষকদের পদোন্নতি প্রদান

*      শিক্ষকদের দক্ষতাসীমা-র আবেদন নিষ্পত্তি

*      এলপিআর/লামএমাউন্ট সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

*      পেনশন কেস/আবেদন নিষ্পত্তি

*      জিপিএফ থেকে   লোন গ্রহণ সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি

*      জিপিএফ থেকে চুড়ান্ত উত্তোলন সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি

*      গৃহনির্মাণ  লোন ও অনুরুপ আবেদনের নিষ্পত্তি

*      পাসপোর্টকরণের অনুমতিদানের আবেদন নিষ্পত্তি

*      বিদেশ ভ্রমন/গমন সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

*      উচ্চতর পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি প্রদান

*      নৈমিত্তিক ছুটি ব্যতিত বিভিন্ন প্রকার ছুটি সংক্রান্ত আবেদন নিষ্পত্তি

*      শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার মধ্যে)

*      শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তি (উপজেলার বাহিরে)

*      বকেয়া বিল -এর আবেদন নিষ্পত্তি

*      বার্ষিক গোপনীয় অনুবেদন/প্রতিবেদন পূরণ/লিখন

*      তথ্য প্রদান ও সরবরাহ

*      বই পরিবহন ভাউচার যথাসময়ে জমা দিতে হবে।

*      শিশু জরিপ ৩১ ডিসেম্বর এর মধ্যে শেষ করতে হবে। শিশু ভর্তির হার ১০০% সমাপ্ত করে ভর্তি রিপোর্ট
       ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যানের স্বাক্ষর সহ জমা দিতে হবে।

*      প্রতি শিশুর সঠিক জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে।

*      বিদ্যালয় সমাপনী পরীক্ষা ১০০% পাশ করতে হবে।

*      আগামী মাস থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী সকল বিদ্যালয়ের(ইবতেদায়ী মাদ্রাসা, কিন্ডার কার্টেন) প্রধানদের সমন্বয় সভায় অংশগ্রহণ করতে হবে।

*      বার্ষিক পরীক্ষার ফলাফল মা সমাবেশ করে প্রকাশ করতে হবে।

*      সকল বিদ্যালয়ের বার্ষীক ক্রিড়া প্রতিযোগিতা ফেব্রুয়ারি ২০১২ সালের মধ্যে সমাপ্ত করতে হবে।

*      বার্ষিক সার্বিক কর্মপরিকল্পনা, বার্ষিক পাঠ পরিকল্পনা গ্রহণ করতে হবে। ক্যাচমেন্ট এরিয়া ম্যাপ হালনাগাদ করতে
        হবে।

*      ১০০% ভর্তি নিশ্চিত করতে হবে।

*      আগামী সমাপনী পরীক্ষায় ১০০% উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ১০০% পাশ করাতে হবে বিধায় ৪র্থ শ্রেণি হতে
        ৫ম শ্রেণিতে সতর্কতার সহিত উত্তির্ণ করতে হবে।

*      প্রতি বিদ্যালয়ের ৩-৫ শ্রেণির শিক্ষার্থীদের কাব স্কাউট দলের উপজেলা চাদা ২ টাকা হারে জমা দিয়ে রশিদ নিতে হবে।

*      প্রতি বিদ্যালয়ে কাবদল গঠন করতে হবে।যে সকল বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডার রয়েছে তারা দল খুলে দলের
       তথ্য ও পরিসংখ্যান শিঘ্রই জমা দিতে হবে।

*      যেসকল বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডার নেই তাদেরকে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচন করে তালিকা জমা দিতে
       হবে।

*      প্রশিক্ষণপ্রাপ্ত কাব লিডারদের পোশাক ও ব্যাজ নিশ্চিত করতে হবে।শিঘ্রই এডভান্সকোর্স সম্পন্নকারী কাব লিডারদের
       দল পরিদর্শণ করা হবে বিধায় প্রস্তুত থাকতে বলা হচ্ছে।

*      হোম ভিজিট নতুন ফর্মেটে করতে হবে।

*      শিক্ষকদের আগমণ প্রস্থান যথাসময়ে সম্পন্ন হওয়া নিশ্চিত করতে হবে।

*       কল্যাণ ট্রাষ্টের চাদাঁ প্রদান করতে হবে।

*      উপবৃত্তির চাহিদা সংশ্লিষ্ট মাসের ৩ তারিখের মধ্যে জমা দিতে হবে।

*        সদ্য প্রাপ্ত শিক্ষক সংস্করণ, শিক্ষক সহায়িকা ও শিক্ষক নির্দেশিকা পাঠ ও অনুসরণ করে পাঠদান নিশ্চিত করতে
          হবে।

*       বছরের শুরুতে সহশিক্ষা কার্যক্রমে বিশেষ জোর দিতে হবে